গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে মোটরসাইকেল পিকআপ সংঘর্ষে তপন বিশ্বাস (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।
শনিবার দুপুরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে নিলফা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার ওসি মাহমুদুল হক জানান, তপন বিশ্বাস তার বন্ধু রহমত আলী (১৯) ও হাসিবুর শেখকে (১৮) নিয়ে চিতলমারীর নলুয়া গ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে গোপালগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে নিলফা এলাকায় পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তপন মারা যান।
তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত দুই জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।