একাত্তরলাইভডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে কাশিয়ানী উপজেলা সদরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় এলাকার আধিপত্য নিয়ে বর্তমান চেয়ারম্যান মশিউর রহমানের সমর্থক মনির মৃধার সঙ্গে প্রাক্তন চেয়ারম্যানের সমর্থক আলমগীর মুন্সির কথা কাটাকাটির ঘটনা ঘটে।এর জের ধরে আজ শনিবার দুপুরে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয়পক্ষের ২০ জন আহত হন। গুরুতর আহত ৪ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলীনূর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
গোপালগঞ্জে দুগ্রুপের সংঘর্ষে আহত ২০
November 12, 2016