একাত্তরলাইভডেস্ক: বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, গোটা বাংলাদেশ আজ নির্যাতিত। খাদিজা, রিশা, তনু তার প্রতিচ্ছবি।সু-চিকিৎসার জন্য খাদিজাকে বিদেশে পাঠানোর দাবিতে মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘দেশে আজ শুধু খাদিজা, রিশা ও তনুরা নির্যাতিত নয়। গোটা বাংলাদেশের মানুষ আজ ছাত্রলীগ কর্তৃক নির্যাতিত।’বিএনপির এই নেতা বলেন, `চাপাতি যখন ছাত্রলীগ নেতা বদরুলদের হাতে থাকে তখন সেটা হয় মুক্তিযুদ্ধের চেতনা এবং অন্যদের হাতে থাকলে তারা হয় জঙ্গি। এই হল বর্তমান দেশের অবস্থা।’আওয়ামী লীগ জঙ্গি নিধনের নাটক করছে উল্লেখ করে আলাল বলেন, ‘তারা (আ.লীগ) যখন বিপদে এবং জনরোষে পড়ে তখনই জঙ্গি নিধনের নাটক করে। জঙ্গিদেরকে বিচারবর্হিতভূত হত্যা করা হচ্ছে কিন্তু তাদের কোন পরিচয় দিতে পারছে না। নিশ্চয়ই এর মধ্যেও কিন্তু রয়েছে।’আয়োজক সংগঠনের উপদেষ্টা কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, বিএনপি নেতা আবেদ রাজা, ইসমাইল তালুকদার খোকন, শাহ মো. মাসুম বিল্লাহ, এম জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।
‘গোটা দেশ নির্যাতিত, খাদিজা তার প্রতিচ্ছবি’
October 11, 2016