গুড়িগুড়ি বৃষ্টি ও শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্ত

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় গত ২দিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি ও শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় খেটে খাওয়া মানুষের জীবন যাপন দূর্বিসহ হয়ে পড়েছে। গতকাল সারাদিনই আকাশ মেঘলাসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল।

দিনের শুরুতে বৃষ্টি শুরু হওয়ায় কাজে বের হতে মানুষ ভোগান্তির মধ্যে পড়েন। বৃষ্টিতে রাস্তাঘাট কর্দমাক্ত হওয়ায় রাস্তাসহ বাজারঘাটে চলাচল ব্যাহত হয়। দিনের শুরুতে বৃষ্টির সাথে হিমেল হাওয়ায় চলতি মওসুমের সর্বোচ্চ শীত অনুভূত হয়। শীতার্থ মানুষরা তাদের আয়ের কিছু অংশ দিয়ে হলেও শীত বস্ত্র ক্রয়ের জন্য ভিড় করছে কাপড়ের দোকানগুলোতে।

কিন্তু এ বছরে শীতবস্ত্রের চড়া মূল্য হওয়ায় অধিকাংশ ক্রেতারা পুরাতন কাপড়ের দোকানগুলোতে উপচে পড়ছে। চলতি আমন মৌসুমে বেশ কিছু এলাকায় কৃষকরা আমন ধান ঘরে তুলতে না তুলতেই বৈরি আবহাওয়ার কবলে পড়ছে তারা।

ফলন ভাল হওয়ার কারণে কৃষকরা খুশি হলেও গত ২দিনের গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় কৃষকদের ধান নিয়ে বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। হাড় কাপানো শীতে বিশেষ কাজ ছাড়া ঘরের বাইরে বের হতে পারছে না সাধারণ মানুষ। পৌষের শুরুতেই হিমেল হাওয়ায় মানুষ কাহিল হয়ে পড়েছে।

আবহাওয়া অনুকূলে না থাকায় ঘরে ঘরে দেখা দিয়েছে সর্দি- কাশি, জ্বর, এজমা সহ শীতজনিত রোগ। গত এক সপ্তাহে উপজেলার শিশুসহ বয়োবৃদ্ধরা শীত জনিত রোগে আক্রান্ত হয়ে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে আগামী কয়েকদিন এ বৈরি আবহাওয়া থাকতে পারে।