গুলশান হামলার প্রতিবেদন ৫ ডিসেম্বর

একাত্তরলাইভডেস্ক: গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।রোববার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী আগামী ৫ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের জন্য দিন ঠিক করেছেন।গত ৬ জুলাই মামলাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়।গত ৪ জুলাই নিহত পাঁচ জঙ্গি ও রেস্তারাঁর এক বাবুর্চিসহ অজ্ঞাতদের আসামি করে গুলশান থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করছে পুলিশের ঢাকা মহানগর কাউন্টার টেররিজম ইউনিট।গত ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে হলি আর্টিজান রেস্তোরাঁয় অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা করে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে। এ সময় অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের গ্রেনেড হামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন খান নিহত হন। রাতের বিভিন্ন সময় তিন বাংলাদেশিসহ ২০ জন জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে জঙ্গিরা।পরদিন সকালে যৌথ বাহিনীর কমান্ডো অভিযান চালায়। এতে পাঁচ জঙ্গি ও রেস্তোরাঁর এক বাবুর্চি নিহত হন।