গুলশান হত্যাকাণ্ড: হাসানাতের জামিন ফের নামঞ্জুর

আদালত প্রতিবেদক
গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার হত্যা মামলায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত করিমের জামিনের আবেদন ফের নামঞ্জুর করেছে আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার শুনানি শেষে এ জামিনের আবেদন নামঞ্জুর করেন।

আসামিপক্ষে ব্যারিষ্টার মঈনুল হোসেন জামিনের এই আবেদন করে এ আসামি সম্পূর্ন নির্দোষ বলে দাবি করেন। এর আগে ঢাকা সিএমএম আদালত এবং মহাগর দায়রা জজ আদালত একইভাবে এ আসামির জামিন নামঞ্জুর করেন।

মামলাটিতে জঙ্গি রাকিবুল হাসান রিগ্যানও কারাগারে আছেন। সে মামলাটিতে আদালতে স্বীকারোক্তি প্রদান করেছেন।

২০১৬ সালের ২৫ জুলাই কল্যাণপুরের ৫ নম্বর সড়কে একটি বাড়িতে জঙ্গি অস্তানায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালে নয় জঙ্গি নিহত হন। এ সময় আহত অবস্থায় আটক করা হয় রিগ্যানকে।

২০১৬ সালের ৪ আগস্ট হাসানাতকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ। পরে দুই দফা ১৬ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এর আগে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের ওপর গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। গ্রেনেড হামলায় ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন নিহত হন। যৌথ বাহিনী পরে অভিযান চালিয়ে সেখান থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করে। অভিযানে ছয় জঙ্গির সবাই নিহত হন।