নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গুলশানের ডিএনসিসি মার্কেটে লাগা আগুনের ঘটনাটি প্রধানমন্ত্রী নিজেই মনিটরিং করছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।
শহীদুল হক বলেন, রাত সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘটনাটি জানানো হয়। তার পর থেকেই তিনি মনিটরিং করছেন।
এ সময় তিনি ফায়ার সার্ভিসের সমালোচনা করে বলেন, ফায়ার সার্ভিসের সেই ক্যাপাসিটি নেই, চাহিদা মতো পানি পৌঁছানো যাচ্ছে না। তবে চেষ্টা অব্যাহত রয়েছে।
শহীদুল হক বলেন, এই মার্কেটে কাপড়ের দোকান, ছোট ছোট নিত্যপ্রয়োজনীয় পণ্য, জুতাসহ দাহ্য বিভিন্ন পদার্থ ছিল। এ কারণে আগুন দ্রুত মার্কেটে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। ঢাকা ওয়াসা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে যাচ্ছে। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও চেষ্টা করছেন, যাতে কোনো দোকানের জিনিসপত্র চুরি বা নষ্ট না হয়।
আইজিপির সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।