গুলশানে ডিসিসি মার্কেটে আগুন, একাংশে ধস

একাত্তর লাইভ ডেস্ক:
রাজধানীর গুলশান-১ ডিসিসি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মার্কেটের কাঁচাবাজারের অংশটির একাংশ ধসে পড়েছে।

কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার পলাশ মোদক জানান, সোমবার রাত আড়াইটায় আগুনের এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।

তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ  জানাতে পারেননি তিনি।

এদিকে মঙ্গলবার সকাল ৯ টায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপর কর্মকর্তা আতাউর রহমান জানান, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আরও তিনটি ইউনিট যোগ হয়ে ২২ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

স্থানীয়রা জানান, আগুনে মার্কেটের কাঁচাবাজার অংশটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অংশের ভবনের একাংশ ধসে পড়েছে। পুরো মার্কেট কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। এই মার্কেটে প্রায় দেড় হাজার দোকান রয়েছে।

এদিকে আগুন লাগার খবর পেয়ে দোকান-মালিক ও কর্মচারী ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় অনেকেই কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।