আবুলহাসনাতঃ বাংলাদেশেররপ্তানিমূলকখাতগুলিরমধ্যেতৈরিপোশাকশিল্প অন্যতম। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে তৈরিপোশাক শিল্প ব্যাপক ভুমিকা রেখেন চলেছে।
বাংলাদেশকৃষিপ্রধানদেশহলেওএখানেশিল্পেরগুরুত্বঅপরিসীম।আরএক্ষেত্রেতৈরিপোশাকশিল্পেরঅবদান অনস্বীকার্য। গোটা বিশ্বেপোশাক শিল্পে বাংলাদেশ বেশখ্যাতি অর্জনকরেছে। এদেশেরতৈরিপোশাকশিল্পরপ্তানিবাণিজ্যেএকগুরুত্বপূর্ণভূমিকাপালনকরেযাচ্ছে।বেকারসমস্যাসমাধান,
কর্মসংস্থানওঅর্থনৈতিকউন্নয়নেরক্ষেত্রেএশিল্পেরঅবদানউৎসাহজনক।ইতোমধ্যেবাংলাদেশএইশিল্পেরহাতধরেবিশ্ববাজারেএকটিব্র্যান্ডসৃষ্টিকরেছে।যারমাধ্যমেপ্রতিনিয়তআমাদেরদেশবিশ্বদরবারেনতুনপরিচিতিওসুনামঅর্জনকরছে।পোশাকশিল্পেরবৈশ্বিকসূচকেবাংলাদেশঅনেকটাএগিয়ে।কিন্তুবর্তমানেনানামুখীসমস্যারকারণেসেটাঝুঁকিতেরয়েছে।এরমধ্যেঅন্যতমহচ্ছেপোশাকশিল্পেআধুনিকপ্রযুক্তিরব্যবহারেপিছিয়েথাকা।বৈশ্বিকপ্রতিযোগিতামূলকবাজারেটিকেথাকতেহলেদেশেরপোশাকশিল্পেআধুনিকপ্রযুক্তিরব্যবহারনিশ্চিতকরতেহবে।
এতেএকদিকেআয়বাড়বে, অন্যদিকেসমৃদ্ধহবেপোশাকশিল্প।তাইটিকেথাকতেহলেএখনইএখাতেপ্রযুক্তিরব্যবহারনিশ্চিতকরতেহবে।বর্তমানএকুশশতকেপোশাকশিল্পকেএগিয়েনিয়েযেতেপ্রযুক্তিরব্যবহারনাকরাঅনেকটাপায়েহেঁটেবিদেশযাত্রারমতো।
বর্তমানে গার্মেন্টস শিল্পে বহুল ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে Enterprise Resource Planning বা সংক্ষেপে বলা হয় ERP যা আমরা Garments ERP বলে জানি। ERP সফটওয়্যার কর্মীরদক্ষতানিখুঁতভাবেহিসেবেকরেলক্ষ্যমাত্রানির্ধারণকরেদিতে,লক্ষ্যমাত্রাঅর্জনেকোথায়সীমাবদ্ধতাতাওশনাক্তকরতেসক্ষমহবে। ফলেএকইসময়েশ্রমও খরচ কমিয়েউৎপাদনঅনেকবাড়ানোযাবে। এটামার্চেন্ডাইজিংথেকেশুরুকরেকস্টিং, ইনভেন্টরিম্যানেজমেন্ট, ইন্ডাষ্ট্রিয়ালপ্ল্যানিং, প্রডাকশনমনিটরিংএসবকরতেপারে। যা একটি কারখানার কাজকে অনেকটাই সহজ এবং দক্ষতার সঙ্গে সম্পাদনে সক্ষম করে তোলে।
কেনআপনিগার্মেন্টস ERP ব্যবহারকরবেন???
• গার্মেন্টসের প্রতিটি বিভাগকে একত্রে সমন্বিত করা
• সঠিক তথ্য পাওয়ার নিশ্চয়তা প্রদান করা
• গার্মেন্টস পরিচালনায় সঠিক সিদ্ধান্ত নেয়ার সহযোগিতা করা
• দক্ষ কর্মী এবং মানব সম্পদ গড়ে তুলতে সাহায্য করা
• গার্মেন্টসের রপ্তানিরলক্ষ্যমাত্রানির্ধারণওলক্ষ্যমাত্রাঅর্জনেসহায়তাকরা
• গার্মেন্টসের সীমাবদ্ধতাসনাক্তকরাওতাদূরকরতেসাহায্যকরা
• উৎপাদনশীলতা বাড়ানো ও পরিচালনা ব্যয় কমানো
• নির্ধারিত সময়ে গার্মেন্টস অর্ডার সম্পন্ন করতে সহায়তা করা
• পোশাক তৈরিতে অপচয় রোধ করতে সাহায্য করা
• পোশাক তৈরিতে আয় ও ব্যয়ের হিসাবের পূর্বানুমানকরতে সহায়তা করা
• পোশাক তৈরিতে সঠিক উৎপাদন সময় নির্ধারণ করা
• গার্মেন্টসের সামগ্রিক অগ্রগতি বিশ্লেষণ করা
গার্মেন্টস মালিকদের দৃষ্টিভঙ্গি
অনেক গার্মেন্টস মালিক এই সকল নিত্য নতুন প্রযুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং নিজেদের প্রতিষ্ঠানে প্রয়োগ করার কথা ভাবছেন। ইতোমধ্যে কিছু কিছু প্রতিষ্ঠান Garments ERPসফটওয়্যার তাদের প্রতিষ্ঠানে খুব সফল ভাবে অন্তর্ভুক্ত করেছেন। যার ফলে তারা তাদের প্রতিষ্ঠানের বর্তমান সার্বিক পরিস্থিতির উন্নতি এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার বাস্তবিক সফলতা পেতে শুরু করেছে। একুশ শতকের তথ্য ও প্রযুক্তিকে যারা খুব সহজে নিজেদের মধ্যে মানিয়ে নিতে পারবে তারাই এই পোশাক শিল্পের উন্নতির সাথে নিজেদের উন্নতি সাধন করতে পারবে। বর্তমানে বাংলাদেশে যে সকল সু পরিচিত তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান রয়েছে তাদের প্রায় সকলেই Garments ERP ব্যবহার করছেনএবংএর সুফলতা ভোগ করছেন। বিশ্বব্যাপী পরিচিতপোশাক ক্রেতা ব্র্যান্ড H & M, Zara, Nike, LEVI’S, GAP, Adidas, Walmart, US Polo, Hugo Boss, Umbro, Puma সহ আরও অনেক প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে তাদের পছন্দমত পোশাক তৈরি করে থাকে। এই সকল ব্র্যান্ডের কাজ পাওয়ার জন্য কিছু শর্তাবলী থাকে যার মধ্যে Garments ERPব্যবহার অন্যতম।Accord, Alliance, BSCIঅডিটসহ বিভিন্ন বায়ারদের গার্মেন্টস প্রতিষ্ঠান পরিদর্শনের সময় সফটওয়্যারের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য ও প্রতিবেদন প্রদর্শন করতে হয়। যে সকল প্রতিষ্ঠান সফটওয়্যার ব্যবহার করেন না তারা অদূর ভবিষ্যতে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা খুব কষ্টকর হয়ে যাবে। তবে সবার জন্য আশার কথা হচ্ছে এই সকল Garments ERPগুলো আমাদের দেশের কিছু সফটওয়্যার প্রতিষ্ঠান তৈরি করেছে। যারা খুব সফলতার সাথে গার্মেন্টস প্রতিষ্ঠানে প্রয়োগ করতে পেরেছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে Soft Code এর GTex ERPযারা বাংলাদেশের অন্যতম গ্রীন ফ্যাক্টরি প্লামি ফ্যাশনস লিমিটেড সহবিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানকে সফটওয়্যারের মাধ্যমে সেবা দিয়ে আসছে। এখন Garments ERPসফটওয়্যার গার্মেন্টস প্রতিষ্ঠানের জন্য বাড়তি ব্যয় নয় বরং বিনিয়োগ ভাবার সময় এসে গেছে। একটি সুন্দর ও নিশ্চিত বিনিয়োগ পারে প্রতিষ্ঠানকে তার উন্নতির চূড়ান্ত সোপানে নিয়ে যেতে।
বাজারবিশ্লেষক, গার্মেন্টসইআরপি