গাজীপুরে প্রাইভেট কারে ট্রেনের ধাক্কায় নিহত ৫

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান নামক স্থানে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এসময় মৈত্রী এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-রাজশাহী রেল রুটের গোয়ালবাথান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
জয়দেবপুর রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক দাদন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।