গাজীপুরে অভিযানে ২ জঙ্গি নিহত

একাত্তলাইভ ডেস্ক: গাজীপুর সদরের হাড়িনাল এলাকার একটি বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে সন্দেহভাজন দুই জঙ্গি নিহত হয়েছেন।র‌্যাব-১-এর সিনিয়র এএসপি মিজানুর রহমান ভূইয়া নিহতের বিষয়টি নিশ্চত করেছেন।শনিবার ভোর থেকে সিটি করপোরেশনের হাড়িনাল এলাকার আতাউর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান শুরু করে র‌্যাব ও গোয়েন্দা পুলিশ।  আতাউর রহমান ঢাকায় থাকেন। বাড়িটি ভাড়া দেওয়া। তবে কাদের কাছে ভাড়া এ ব্যাপারে কোন তথ্য জানা যায়নি।সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিল। এতে ঢাকার উত্তরার র‌্যাব-১ ও ডিবি পুলিশ অংশ নিয়েছে।