গাইবান্ধা কারাগারে বিএনপি নেতার মৃত্যুর প্রতিবাদে রবিবার হরতাল

ন্যাশনালডেস্ক:কারাগার কর্তৃপক্ষের চিকিৎসায় অব্যবস্থাপনা ও অবহেলায় গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাউসুল আজম ডলারের (৪৮) মৃত্যুর প্রতিবাদে রবিবার (১৩ নভেম্বর) জেলা পৌর শহরে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।আধাবেলা হরতালের বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সভাপতি আনিচ্ছুজ্জামান খান বাবু বলেন, গত ৬ অক্টোবর থেকে গাউসুল আজম ডলার জেলা কারাগারে বন্দি ছিলেন। কারাগারে গাউসুল আজম ডলার অসুস্থ হয়ে পড়েন। কিন্তু কারা কর্তৃপক্ষের চিকিৎসায় অব্যবস্থাপনা ও অবহেলার কারণে গাউসুল আজম ডলারের মৃত্যু হয়। এর প্রতিবাদে জেলা পৌর শহর এলাকায় রবিবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলবে। তবে হরতাল চলাকালে জেএসসি, জেডিসি পরীক্ষা কার্যক্রম হরতালের আওতামুক্ত থাকবে।এর আগে, শনিবার সকাল সাড়ে ৭টায় জেলা কারাগারে বন্দি থাকা গাউসুল আজম ডলার অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৮টার দিকে মৃত্যু হয় গাউসুল আজম ডলারের।নাশকতার মামলায় গ্রেফতার হয়ে গত ৬ অক্টোবর থেকে জেলা কারাগারে বন্দি ছিলেন গাওছুল আজম ডলার।