গাইবান্ধায় ৩ ইউপি চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

একাত্তরলাইভডেস্ক: আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১১ নম্বর হরিপুর ইউনিয়নের তিন চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল আলম এ জরিমানা করেন।তিন চেয়ারম্যান প্রার্থী হলেন- আব্দুর রশিদ মিয়া (নৌকা), রফিকুল ইসলাম রঞ্জু (লাঙ্গল) ও আসাদুজ্জামান (ঘোড়া)।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) হাবিবুল আলম বলেন, দেয়ালে পোস্টার সাঁটানো ও আইন ভেঙে জনসভা করায় ৩ চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে এক হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।সীমানা জটিলতায় বাদ পাড়া হরিপুর ইউনিয়নে আগামী ৩১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।