গাইবান্ধায় মঙ্গলবার থেকে পরিবহন ধর্মঘট

একাত্তরলাইভডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ মালিক সমিতির সঙ্গে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে মঙ্গলবার ভোর থেকে জেলার সব রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।আজ রোববার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া  হয়।সংবাদ সম্মেলনে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক কাজী মকবুল হোসেন জানান, গত ২৫ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ মালিক সমিতি জেলা মটর মালিক সমিতির সঙ্গে কোনো যোগাযোগ না করেই জেলার আওতাভুক্ত সুন্দরগঞ্জ, বেলকা ও পাঁচপীর ফিডার রুটে তাদের পরিচালিত যানবাহন চালাতে শুরু করে।মটর মালিক সমিতির পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হলে তারা ১৪ অক্টোবর শুক্রবার থেকে গাইবান্ধা জেলা মটর মালিক সমিতিভুক্ত বগুড়ায় চলাচলকারী লোকাল, গেটলক এবং ঢাকা, চট্টগ্রাম, সিলেটগামী দূরপাল্লার সব যানবাহন গোবিন্দগঞ্জে আটক করে। ফলে গাইবান্ধার সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রী নিয়ে যানবাহনগুলো গাইবান্ধায় ফেরত আসতে বাধ্য হয়। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।এ ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ঐক্য পরিষদের পক্ষ থেকে বিষয়টি জানানো হলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দুলাল রায়, জিল্লুর রহমান, রোস্তম আলী, নাজিবুল হক নান্নু, মোক্তাদুর রহমান মিঠু, আবুল হোসেন, আব্দুল করিম, আব্দুর রশিদ সর্দার প্রমুখ।