গাইবান্ধায় দু’ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর মন্দুয়ার গ্রাম থেকে ফিরোজ কবীর বাবু (২৩) ও খাজা মিয়া (৩৫) নামে দু’ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ওই দু’ব্যক্তির মৃতদেহ তাদের শোয়ার ঘর থেকে উদ্ধার করা হয়। ফিরোজ কবির বাবু উত্তর মন্দুয়ার গ্রামের মৃত রফিকুল ইসলাম এবং খাজা মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বেতারা কাজলা গ্রামের মৃত কালু শেখের ছেলে।
পুলিশ জানায়, আজ সকালে ফিরোজ কবিরের মৃতদেহ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে ছিল। বাড়ির লোকজন তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। একইভাবে খাজা মিয়ার খাজা মিয়ার মৃতদেহ গলায় রশি পেঁচানো অবস্থায় তার শোয়ার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। দু’জনের ঘরের দরজাই খোলা ছিল।