গাইবান্ধায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ফাঁসিতলা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়ার মহিবুল ও একই উপজেলার কামারখালি এলাকার মানু মিয়া। তাঁরা গরু ব্যবসায়ী ছিলেন। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, রাতে ফাঁসিতলা এলাকায় ঢাকাগামী গরুবোঝাই একটি ট্রাকের সঙ্গে রংপুরগামী সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গরু বহনকারী ট্রাকটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন চারজন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুটি গরুও মারা গেছে।

ওসি আরো জানান, লাশ থানায় রাখা হয়েছে। তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে লাশ হস্তান্তর করা হবে।