গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জের ধরে উভয়পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

ন্যাশনালডেস্ক:গাইবান্ধার পলাশবাড়িতে বসত বাড়ির জমি নিয়ে বিরোধের জের ধরে উভয়পক্ষের সংঘর্ষে মোসলেম উদ্দিন প্রধান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন উপজেলার রাইতি নরাইল গ্রামে রোববার সকালে ঘটনা ঘটে নিহত মোসলেম উদ্দিন ওই গ্রামের বাসিন্দা

পলাশবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান জানান সকাল পৌনে ১০টায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এখন ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে

স্থানীয় সূত্রে জানা গেছে, মোসলেম উদ্দিনের সঙ্গে একই গ্রামের মৃত আব্দুলের ছেলে জাবেদ আলীর বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকাল ৬টার দিকে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে মোসলেম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর থেকে জাবেদ আলী তার পক্ষের লোকজন পলাতক রয়েছেন।

গাইবান্ধার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিসার্কেল) রেজিনুর রহমান একাত্তরলাইভ ডটকমকে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় আমজাদ হোসেনের ছেলে জহুরুল ইসলামকে (৩৪) আটক করা হয়েছে। ছাড়াও ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আটকের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি