একাত্তরলাইভডেস্ক: গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে শহরের সব ওষুধের দোকানে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করেছে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন।আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে এ ধর্মঘট আহ্বান করা হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন বিক্ষুব্ধ ওষুধ ব্যবসায়ীরা। জেলা কেমিস্ট্র অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রশিদ জানান, বিকেলে চাঁদার দাবিতে শহরের ডিবি রোডস্থ মেসার্স সাবিন ফার্মেসিতে হামলা চালায় ১০-১২ জন দুর্বৃত্ত। এ সময় বাগবিতণ্ডর এক পর্যায়ে দুর্বৃত্তরা প্রতিষ্ঠানের ম্যানেজার সোহেল মিয়াকে (৩৮) কুপিয়ে জখম করে। এর প্রতিবাদে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে।জেলা কেমিস্ট্র অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত ধর্মঘট-আন্দোলন অব্যাহত থাকবে।এদিকে শহরের সব ওষুধের দোকান বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন ক্রেতারা।
গাইবান্ধায় ওষুধ ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

October 13, 2016