বিনোদন ডেস্ক : অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার খ্যাতি এখন বিশ্বজুড়ে। নিজেকে ‘গ্লোবাল আইকন’ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। নারী শক্তির উৎকৃষ্ট উদাহরণ এ অভিনেত্রী। তবে এই পথচলায় নানা বিষয়ের মুখোমুখি হতে হয়েছে তাকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তেমনি একটি বিষয় জানিয়েছেন প্রিয়াঙ্কা। য়াঙ্কা বলেন, ‘কয়েক বছর আগে আমি একটি করপোরেট কোম্পানির সঙ্গে চুক্তিপত্র সাক্ষর করছিলাম। সেখানে শর্ত ছিল, যদি আমি গর্ভবতী হই তাহলে আমার সঙ্গে চুক্তি বাতিল করা হবে। আমি কথাটি শুনে ভীষণ রেগে গিয়েছিলাম। তাদের যুক্তি ছিল গর্ভবতী হলে আমি সময় মতো কাজ করতে পারব না।’ “আমি গর্ভাবস্থায় ভালো কাজ করতে পারব। বিষয়টি নিয়ে অনেক তর্ক হয়। আমি বলেছিলাম, ‘ঠিক আছে, যদি আমি গর্ভবতী অবস্থায় কাজ করতে না পারি তাহলে আপনারা আমার সঙ্গে চুক্তি বাতিল করার অধিকার রাখেন। যদি আমি পারি তাহলে আমার অধিকার রয়েছে আপনাদের সঙ্গে চুক্তি বাতিল করার।” বলেন তিনি। বর্তমানে চলছে প্রিয়াঙ্কা অভিনীত টিভি সিরিজ ‘কোয়ান্টিকো সিজন-টু’র সম্প্রচার। পাশাপাশি সিনেমা প্রযোজনা নিয়েও ব্যস্ত তিনি। এছাড়া তার হলিউড সিনেমা বেওয়াচ মুক্তির অপেক্ষায়।
গর্ভবতী না হওয়ার শর্ত পেয়েছিলেন প্রিয়াঙ্কা
October 25, 2016