একাত্তরলাইভডেস্ক: আপনার গরু কখন সুস্থ, কখন অসুস্থ, কখন গর্ভবতী এসব বলে দেবে আপনার মোবাইল ফোন! এটাও কি সম্ভব? হ্যাঁ, প্রযুক্তির কল্যাণে এখন সম্ভব হচ্ছে নানারকম অসম্ভব। প্রযুক্তির কারণে মানুষের জীবনযাপন হয়ে ওঠেছে অনেক সহজ। কমিয়ে দিয়েছে মানুষের কাজ। সেই সঙ্গে মানুষ যেকোনো তথ্য পাচ্ছে তাৎক্ষণিক। এ কারণেই সারা বিশ্বকে হাতের মুঠোয় ভরে নিশ্চিন্তে চলছে প্রযুক্তির সন্তানেরা। সম্প্রতি অস্ট্রেলিয়ান একটি কোম্পানি নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে। কেবল একটি ক্ষুদ্র সেন্সরের মাধ্যমে কৃষক গরুর সুস্থতা ও অসুস্থতা সম্পর্কে কৃষককে মিনিটে মিনিটে জানাবে এই প্রযুক্তি। গরুর পাকস্থলির খোঁজ-খবর, তার নড়াচড়া, তাপমাত্রা সবকিছুই প্রকাশ করবে এই অ্যাপসটি। একই সঙ্গে এর মধ্য দিয়ে গরুর গর্ভবতী হবার খবর জানাবে কৃষককে। অগ্রিম দুগ্ধ উৎপাদনের প্রস্তুতিও নিতে পারবে। স্ম্যাএক্সটেক নামে একটি কোম্পানি এই প্রযুক্তি উদ্ভাবন করেছে। তারা জানিয়েছে, সেন্সরটি চার বছর পর্যন্ত কার্যকরী থাকবে। এটি গরুর পাকস্থলিতে স্থাপন করে দিলেই তা কাজ শুরু করে দেবে। এই সেন্সরে গরুর সুস্থতার স্বাভাবিক পরিমাপগুলো ইন্সটল করা আছে। নির্ধারিত সীমার বাইরে গেলেই তা তাৎক্ষণিকভাবে কৃষকের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেবে। ফলে কৃষকেরা দ্রুত ব্যবস্থা নেওয়ার সুযোগ পাবে। সাধারণত এমন হয় যে, লক্ষণ দেখে আমরা গরুর সুস্থতা ও অসুস্থতা নির্ণয় করি। গরু গর্ভবতী হলে সেটা বুঝতেও আমাদের অনেকদিন সময় লাগে। কিন্তু এই ডিভাইসটি দৃশ্যমান শারিরীক লক্ষণ প্রকাশের আগেই কৃষককে অগ্রিম তথ্য দিতে পারবে। কোম্পানিটির সহ প্রতিষ্ঠাতা স্টিফেন রোজেন গণমাধ্যমকে জানিয়েছেন, একটা অসুস্থ গরুকে ল্যাবে নেওয়ার চেয়ে এই প্রযুক্তি সহজতর। রোগ শুরু হওয়ার আগেই আপনাকে তথ্য দিলে আপনি ব্যবস্থা নিতে পারবেন। গর্ভবতী হলেও সেটা তাৎক্ষণিকভাবে কৃষক জানতে পারবে। ওই কোম্পানি জানিয়েছে, প্রায় ২৪টি দেশের ৩৫০টি ফার্মে এই প্রযুক্তি বর্তমানে ব্যবহার হচ্ছে। গত ছয় বছরে শুধু যুক্তরাজ্যেই ১৫ হাজার গরুর দেহে এই প্রযুক্তি স্থাপন করা হয়েছে। কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে, ফার্ম তৈরির ক্ষেত্রেও বিভিন্ন সহায়তা করে থাকে। তারা এজন্য ৬০০ ডলার নেবে নেটওয়ার্ক তৈরি করতে। ৭৫ থেকে ৪০০ ডলার নিচ্ছে প্রতিটা গরুতে এই প্রযুক্তি সংযুক্ত করতে।
গরু কখন গর্ভবতী কৃষক জানবে এসএমএসে
November 7, 2016