লাইফস্টাইল ডেস্ক : তীব্র দহনে নাজেহাল হয়ে পড়েছেন? জিমে যেতে অনীহা? তাদের জন্য সুখবর নিয়ে এল আন্ডারওয়াটার ট্রেডমিল।বিশেষ পদ্ধতিতে তৈরি এই ড্রেড মিল আপনার ওজন যেমন কমাবে তেমনই শরীরের ব্যাথাও দূর করবে।
একথায় থেরাপি এবং শরীরচর্চা একঢিলে দুই পাখিই মারা যাবে। আবার ঘেমে নেয়ে এক হতে হবে না। অথচ এক মাইল থেকে সাড়ে আট মাইল পর্যন্ত দৌড়তে পারবেন অনায়াসে।
দৌড়তে ইচ্ছে না করলে শুধু দরকার একটা ভাল ওয়াটার স্যুট আর একটা উপযুক্ত জুতো। বিদেশে এই ধরনের ট্রেড মিল বিশেষ জনপ্রিয়। চাইলে আপনিও আনিয়ে নিতে পারেন নিজের বাড়িতে।