গফরগাঁওে মাদ্রাসা ছাত্র নিখোজ

ময়মনসিংহ প্রতিনিধি
জেলার জেলার গফরগাঁওয়ের বখুরা জামিয়া রাকাইন মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মোঃ রিফাত মিয়া (১৫) বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছে।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাছ থেকে বাড়িতে আসার জন্যে সে ছুটি নেয়।
সে বাড়িতে না এসে উধাও হয়। তার বাড়ি একই উপজেলার ধোপাঘাট গ্রামে। তার পিতার নাম আব্দুর রাজ্জাক ও মাতার নাম হুরেনা খাতুন। মোবাইল:০১৯৮৮২৬৩১১০।  এ ব্যাপারে গফরগাঁও থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।