নারায়ণগঞ্জ সংবাদদাতা:সবার জন্য শিক্ষাওপরিবেশ র্সম্পকে গণসচেতনার লক্ষ্যে এস্লোগানকে সামনে রেখেনগরীতে র্বনাঢ্য র্যালী করে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ। শনিবার সকাল সাড়ে আট টায় চাষাড়া শহীদমিনার হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ চক্ষু হাসপাতালরে সামনে র্যালিটি শেষ করে । ।এসময় লায়ন সদস্যদরে উদ্দশ্যেে সংক্ষপ্তি বক্তব্যে দেন ডিষ্টিক প্রেসিডেন্ট লায়ন এম.কে বাশার বলেন, আপনারা পরিচ্ছন্ন সমাজ ও স্বাস্থ্যকর জীবন এবং ফরমালিন সম্পকে সাধারণ জনগণকে সচেতনন করে তুলবেন । পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য বেশী করে গাছ লাগানোর জন্য জনগণকে উদ্ধোদ্ করবেন । ভালো পরিবেশ একটি ভালো আগামীর র্সূযােদয় ঘটায়। সাধারণ মানুষপরিবেশও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে যথাস্থানে ময়লা আর্বজনা ফেলে সে ব্যাপারে তাদরে অবহতি করুন। মনে রাখতে হবে ফরমালনিরে কারনে মানব দেহে ক্যান্সার, হাপানি , শ্বাসপ্রশ্বাস প্রদাহ, চোখে জ্বালা পোড়া, মাথা ব্যাথা, কিডনি রোগ সৃষ্টি করবে ।বাতাসে ফরমালিনের সামান্য পরমিান উপস্থিতি বায়ু দূষণ, র্গভধারন, জীব বৈচিত্র ধ্বংস হতে পারে । তাই সাধারণ মানুষকে এবিষয়ে লায়ন্সরে পক্ষ থকেে সচেতন করে তুলুন।র্যালী ও আলোচনায় অংশ নেন , লায়ন হাবিব হাসান, লায়ন ফারুক মঈন ,নাসিক প্যানেলমেয় শারমিন হাবিব বিন্নী, রফিকউদ্দিন উদ্দনি ভূইয়া, এড, রেজাউলকরিম , এড. জাকির হোসেন এড. শওকত আলী, আক্তারউজ্জামান প্রমুখ।
গণসচেতনার লক্ষ্যে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জের র্বণাঢ্য র্যালী

October 23, 2016