একাত্তরলাইভ ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে মহানগর নাট্যমঞ্চে গণঅনশন কর্মসূচি পালন করছেন কেন্দ্রীয় নেতাকর্মীরা। এর আগে সারা দেশে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় অনশন কর্মসূচি শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। কর্মসূচিতে রাজধানীর আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা অংশ নেন।
অনশন কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর ও এর আশেপাশের এলাকা বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনশনস্থলে জড়ো হন। কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।
দলের নেতারা তাদের বক্তব্যে অভিযোগ করে বলেন, মিথ্যা মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। সরকার খালেদা জিয়া ও তারেক রহমানকে বাইরে রেখে একতরফা নির্বাচন করার ষড়যন্ত্র করছে। কিন্তু দেশের জনগণ তা মেনে নেবে না। এ সময় নেতাকর্মীদের হাতে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিযুক্ত ফেস্টুন ও তাদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগানযুক্ত ব্যানার দেখা যায়।