গঠনতন্ত্র ও বিধি বহির্ভূত হওয়ায় তারাবনিয়ারছড়া মসজিদ কমিটির নিবার্চন বাতিলের দাবী

কক্সবাজার রিপোর্ট
গঠনতন্ত্র এবং বিধি বহির্ভূত হওয়া শহরের তারাবনিয়ারছড়া জামে মসজিদের নির্বাচন বাতিলের দাবী জানিয়েছেন নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী আবদুল করিম সওদাগর। এ বিষয়ে তিনি অস্থায়ী তত্বাবধয়াক কমিটির ও প্রধান নির্বাচন কমিশনার ছুরুত আলমকে আইনী নোটিশ দিয়েছেন। ৩১ মে এডভোকেট মোহাম্ম্দ আজম স্বাক্ষরিত এক লিগ্যাল নোটিশ সূত্রে জানা গেছে গত ২০/৫/১৭ ইংরেজি তারিখে অনুস্টিত কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়া জামে মসজিদের নির্বাচন গঠনতন্ত্র বিরোধী এবং বিধি বহির্ভূত ভাবে হয়েছে তাই এই নির্বাচন বাতিল করা প্রয়োজন। কারন হিসাবে এখানে উল্লেখ করা হয়েছে গঠনতন্ত্র অনুচ্ছেদ-৫ এর উপধারা মতে মসজিদের জন্য একটি পরিচলনা ও নির্বাহী কমিটি থাকিবে এতে একজন চাঁদা দাতা সদস্যর কোন রকম পদ না রেখে নির্বাচন করায় তা অবৈধ নির্বাচন হয়েছে। এছাড়া সাধারণ সদস্য পদ ৮১ জন থাকার কথা থাকলেও শুধু মাত্র ৫৯ জন সদস্য দিয়ে নির্বাচন করা হয়েছে তাই নির্বাচন অবৈধ হয়েছে। একই সাথে মৃত সদস্যদের শুন্যপদ পূরণ না করেঅনুচ্ছেদ-৮ এর উপধারা-১এর ঙ কলাম লংঘন করা হয়েছে। এছাড়া ভোটার তালিকায় ১২ নং ব্যাক্তি আমির হোসেন সওদাগর বিগত ১৫ বছর পূর্বে ৩৫ নং ব্যাক্তি মোঃ ইসমাঈল ১৫ বছর পূর্বে এবিসি ঘোনা ও ৪৬ নং ব্যাক্তি খোরশেদ আলম ১৫বছর পূর্বে এসএম পাড়ায় স্বপরিবারে স্থায়ী ভাবে বসাবাস করছেন তাই তাদের ভোট প্রদান অনুচ্ছেদ ২ এর উপধারা ৩ এর সু¯ষ্ট লংঘন এবং ২৪ নং ভোটার মোঃ আবদুল্লাহর কোন নিজস্ব বাড়ীঘর নেই সে ভাড়াবাসায় থাকে তাই তার ভোটের অধিকার নেই তদুপরি সবাইকে ভোটাধিকার দেওয়ায় উক্ত নির্বাচন অবৈধ হয়েছে। এবং কোন সরকারি কর্মচারী চাকরীতে থাকা কালিন নির্বাচনে অংশ নিতে পারবেনা তবুও ২০ মে-র নির্বাচনে সাধারণ সম্পাদক পদে কক্সবাজার জেলা প্রশাসনের কর্মচারী আজম হারুন অর রশিদ প্রতিদ্বন্দিতা করেছে যা আমি ১৪ মে নির্বাচন কমিশনকে অভিযোগ দিয়েছিলাম তবুও তাকে নির্বাচন করার সুযোগ দেওয়ায় নির্বাচন অবৈধ হয়েছে। আর ভোটার তালিকায় মশিউর রহমান জুয়েল ও মুজিবুর রহমান নামক দু ব্যাক্তি জীবিত থাকা সত্বেও তাদের বাদ দিয়ে নির্বাচন করায় নির্বাচন অবৈধ হয়েছে। এবং মসজিদের টাকা আত্বসাৎকারী সাবেক কোষাধক্ষ শাহেদুজ্জামান কোন ভাবেই ভোটার হতে পারে না, তাকেও ভোটার করা হয়েছে। আইনী নোটিশে বলা হয়েছে দ্রুত এ প্রহসনের নির্বাচন বাতিল না হলে উপযুক্ত আদালতে মামলা করা হবে বলেও জানান।