ক্রীড়া ডেস্ক : ফুটবল খেলা চলাকালে মাঠে অপ্রীতিকর ঘটনা ঘটে মাঝেমধ্যে। তবে এর জেরে কারো মৃত্যু হলে তা হবে মর্মান্তিক। এই যেমন কয়েকদিন আগে মেক্সিকোতে মাঠে খেলা চলাকালে খেলোয়াড়ের ঢুসে মারা গেলেন রেফারি। গত রোববার মেক্সিকোতে একটি অপেশাদার ফুটবল ম্যাচ চলছিল। রেফারি ভিক্তর ত্রেহো (৫৫) ফাউলের দায়ে রুবেন রিভেরা ভাসকুয়েজকে লাল কার্ড দেখান। এতে ভীষণ রেগে গিয়ে ত্রেহোকে ঢুস মেরে বসেন ভাসকুয়েজ। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন রেফারি। রেডক্রসের কর্মীরা প্রাথমিক চিকিৎসা দিতে এসে দেখেন, তার হৃৎস্পন্দন নেই। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। রুবেন রিভেরা ভাসকুয়েজ নামের ওই খেলোয়াড় ঘটনার পরই মাঠের পাশে থাকা একটি পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যান। এর আগে গত সপ্তাহে লাল কার্ড দেখানোয় ব্রাজিলের এক ফুটবলারও রেফারিকে ঘুষি মারেন। পরে পুলিশ মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।একই সপ্তাহে আলজেরিয়ায় একটি ফুটবল ম্যাচ চলাকালে এক দলের সমর্থক রেফারিকে ঢুস মেরে বসেন। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যান ওই রেফারি। মাস কয়েক আগে ম্যাচ চলার সময়ে হঠাৎ মাঠে লুটিয়ে পড়ে মারা যান ডায়নামো বুখারেস্ট ফুটবলার প্যাট্রিক একেং।
খেলোয়াড়ের ঢুসে প্রাণ গেল রেফারির
November 10, 2016