খুলনায় আ’লীগ নেতাকে লক্ষ্য করে গুলি, পথচারী নারী নিহত

ন্যাশনাল ডেস্ক:
খুলনা মহানগর আওয়ামী লীগের এক নেতাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। তবে ওই গুলি লক্ষ্যভেদ করে এক পথচারী নারীর শরীরে বিদ্ধ হলে তিনি মারা গেছেন। শনিবার দুপুর ১২টার দিকে খুলনা নগরের ইসলামপুর রোডের দোলখোলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মহানগর মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেড এ মাহমুদ অক্ষত রয়েছেন। গুলিবিদ্ধ হওয়ার পর শিপ্রা কুণ্ডুকে (৫০) উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে মাহমুদ জানান, দোলখোলার মোড় এলাকায় শীতলাবাড়ি মন্দিরের পাশে এক ব্যক্তির সঙ্গে কথা বলার সময় দুটি মোটরসাইকেলে ছয়জন দুর্বৃত্ত এসে তাদের মধ্যে একজন তাকে লক্ষ্য করে গুলি চালায়। এক পর্যায়ে গুলিটি লক্ষ্যভেদ করে এক নারীর শরীরে বিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে ওই নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।