খুরুশকুলে আশ্রয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে জেলা প্রশাসক

মাহাবুবুর রহমান
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের আশ্রয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মাটিভরাটসহ সংশ্লিষ্ট অন্যান্য কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন জেলা প্রশাসক। এর আগে জেলা প্রশাসক মাঝিরঘাট-খুরুস্কুল ব্রীজ সংলগ্ন খুরুস্কুল সড়কের মেরামতের কাজ ও খুরুস্কুল-আশ্রয়ন প্রকল্পের সংযোগ সড়ক পরিদর্শন করেন। এসময় তাঁর সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি আবদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শরীফুল ইসলাম, জনপ্রতিনিধিসহ নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের অন্যতম একটি প্রকল্প হলো খুরুস্কুল আশ্রয়ন প্রকল্প। বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহনের কারনে সমিতি পাড়া, কুতুবদিয়া পাড়াসহ আশপাশের এলাকায় বসবাসরত ৪ হাজার ৪০৯টি পরিবারকে এই আশ্রায়ন প্রকল্পে পুনর্বাসন করা হবে। এর জন্য নির্মিত হচ্ছে ১৯৭টি ৫ তলা ভবন ও একটি ১০ তলা ওয়াচ টাওয়ার। ইতোমধ্যে প্রকল্পের মাটি ভরাটের কাজ প্রায় শেষ পর্যায়ে। পর্যায়ক্রমে বাকি কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী চলতি অক্টোবর মাসে নির্মিতব্য ভবন সমূহের ভিত্তি প্রস্তর স্থাপনের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক।