‘খুন করে লাশ খেয়ে ফেলার পরিকল্পনা করে ২ শিক্ষার্থী’

আন্তর্জাতিকডেস্ক:  সহপাঠীকে খুন করে তার মৃতদেহটি খেয়ে ফেলার পরিকল্পনা করে মধ্য ফ্লোরিডার বারটওয়ের একটি মিডল স্কুলের দুই শিক্ষার্থী। তবে ভয়াবহ এই কাণ্ড ঘটাবার আগেই ঐ দুই শিক্ষার্থীদের গ্রেপ্তার করে পুলিশ।

তাদের দুজনের বয়স ১১ ও ১২। পুলিশ জানিয়েছে, খুন করে বন্ধুদের রক্ত খেতে চেয়েছিল তারা। ছুরি নিয়ে স্কুলের শৌচাগারে অপেক্ষা করছিল তারা। যাতে কেউ ঢোকা মাত্রই ঝাঁপিয়ে পড়তে পারে তারা। ফালা ফালা করে কেটে ফেলতে পারে তার দেহ।

আরো কয়েকজনকে খুন করার পরিকল্পনাও করেছিলো তারা। কিশোরীদের এই ভয়াবহ ভাবনায় আতঙ্কিত হয়েছে মার্কিনীরা।

শ্রেণিকক্ষে দু’জনকে দেখতে না পেয়ে তাদের মধ্যে একজনের বাড়িতে ফোন করেন স্কুল কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে তল্লাশি শুরু হয়। পরবর্তীতে খোঁজ মেলে দু’জনের।

বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন বারটওয়ের পুলিশ প্রধান জো হল। তিনি জানান, ষড়যন্ত্র, খুনের চেষ্টা, স্কুলের চৌহদ্দির মধ্যে ধারাল অস্ত্র নিয়ে ঢোকা, সেটি লুকিয়ে রাখা এবং স্কুলের পরিবেশ নষ্ট করার জন্য মেয়ে দু’টির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অপরাধ শিকার করেছে তারা। তারা নিজেদের ‘শয়তানের উপাসক’ বলে জানিয়েছে। সকলকে খুন করে আত্মহত্যা করারও নাকি পরিকল্পনা ছিল তাদের।