খা‌লেদা জিয়াকে মিথ্যা মামলায় গ্রেফতার করায় নাপলি বিএনপির যৌথ উদ্দ্যেগে বি‌ক্ষোভ-প্র‌তিবাদ সভা

জাকির হোসেন সুমন, ইতালী : ইতালী বিএন‌পি বর্তমান সরকার কতৃক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার সাজা‌নো রা‌য়ে বিএন‌পির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খা‌লেদা জিয়াকে গ্রেফতার করায় বি‌ক্ষোভ ও প্র‌তিবাদ সভার আয়োজন ক‌রে।সভায় নাপলি যুবদলের সভাপতি আবু নাসির এর সভাপ‌তি‌ত্বে এবং জুলিয়ানো বিএনপির সভাপতি সুলেমান বেগ প‌রিচালনায় বক্তারা ব‌লেন, এই সাজা‌নো রা‌য়ের নাট‌কের মাধ্য‌মে শেখ হা‌সিনা আবারও প্রমান করল, সে এবং তার সরকার কতটা নিকৃষ্ট।
গতকাল সন্ধ্যায় নাপলি বিএনপির অস্তায়ি কার্যালয়ে প্র‌তিবাদ সভায় উপ‌স্থিত ছি‌লেন, ইতালী বিএন‌পির সহ সভাপ‌তি,শাহজাহান তালুকদার,নাপলি বিএনপি সহ সভাপতি আবু বকর সিদ্দিক, নাপলি বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, নাপলি মহানগর বিএনপি সভাপতি মিজান মজুমদার, নাপলি যুবদল সভাপ‌তি আবু নাসির,নাপলি বিএনপির অন্যতম নেতা আনোয়ার হোসেন মজুমদার, দেলোয়ার হোসেন, শাহজাহান খন্দকার, উলামা দল সভাপতি মৌলানা ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ কাহার মিয়া,সহ যুবদল, স্বেচ্চা‌সেবকদল, জিয়া প‌রিষদ, উলামা দল ,সাবেক ছাত্রদল ফাউন্ডেশন, সহ বিএন‌পির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ।সভায় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন,নাপলি বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানব‌লেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা, ভুয়া ও জাল নথির মাধ্যমে সাজানো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার রায় আমরা মা‌নি না।

 

ইতালী জাতীয়তাবাদী দল বিএনপি বেগম জিয়া‌কে মুক্ত কর‌তে প্রবাস থে‌কে প্র‌তি‌নিয়ত বিক্ষোভ কর্মসূচি করা হবে।ইতালী বিএনপি সহ সভাপতি শাহজাহান তালুকদার ব‌লেন, আ‌পোষ নেত্রী খা‌লেদা জিয়ার অপরাধ, সে দে‌শে সুস্থ গনতন্ত্র দেখ‌তে চায়, আর তার জন্যই মিথ্যা মামলা সা‌জি‌য়ে এই রায়। বাকশাল সরকার চায় বাকস্বাধীনতা রোধের পাশাপা‌শি ‌দে‌শে গনতন্ত্র মু‌ক্তিকামী বন্ধ কর‌তে চায়।তিনি আরও ব‌লেন, ১৩ ফেব্রুয়ারী শেখ হা‌সিনা ইতালীতে সর্বকা‌লের বৃহত্তর প্র‌তিবাদ সভার মাধ্য‌মে প্র‌তিহত করা হ‌বে, অ‌বৈধ্য সরকা‌রের অ‌বৈধ্য রা‌য়ে বেগম জিয়া‌কে কারাবন্ধি করার প্র‌তি‌শোধ নি‌তে ইতালী বিএন‌পি

 

নাপলি যুবদলের অন্যতম নেতা আনোয়ার হোসেন মজুমদার ব‌লেন, দেশ‌নেত্রী খা‌লেদা জিয়া‌কে গ্রেফতার ক‌রে পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে নেয়া হয়েছে। অথাৎ কারাগা‌রে রাখার মা‌নে তি‌লে তি‌লে মেডাম‌কে মে‌রে ফেলার প‌রিকল্পনা ক‌রে‌ছে। এখনই সময় ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে সর্বত্র স‌র্বোচ্চ আন্দোলন করার।

 

আরো নেতৃবৃন্দ বক্তব্যতে ব‌লেন, কথায় নয় আমরা কা‌জে প্রমান কর‌বো, শেখ হা‌সিনা‌ বিরু‌দ্ধে প্র‌তিবাদ সভায় বিশৃঙ্খলা কর‌তে চাই‌লে, ইতালী‌তে আওয়ামীলী‌গের কোন অ‌স্তিত রাখা হ‌বে না।ইতালী থে‌কেই শুরু হ‌বে দেশ নেত্রী বেগম খা‌লেদা জিয়া‌কে মুক্ত করার আন্দোলন, সর্ব বৃহত্তর প্র‌তি‌রো‌ধের মাধ্য‌মে শেখ হা‌সিনা‌কে প্র‌তিহত কর‌া।