বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় সরকারী খাল দখল করে প্রভাবশালীদের বিরুদ্ধে ভবন নির্মানের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাসাইল বাজার ও বেরীবাধ সংলগ্ন সরকারী খাল দখল করে পাকা ভবন নির্মান করছে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিরা। বর্তমানে প্রভাবশালীদের নির্মানাধীন অবৈধ ভবন উচ্ছেদ করা না হলে চাষীদের ফসল উৎপাদন ও ব্যবসায়ীদের পন্য পরিবহনে মারাত্মক হুমকির মুখে পরবে বলে জানান স্থানীয়রা।
এই অবস্থা চলতে থাকলে আগামী মওসুমে ইরি-বোরো চাষে সেচ সংকট দেখা দেয়ার আশঙ্কা রয়েছে। এলাকাবাসী জানান, বাসাইল বাজার ও বেরীবাধ সংলগ্ন সরকারী খাল দখল করে পাকা ভবন নির্মান করছে এলাকার প্রভাবশালী ব্যক্তি আব্দুল মান্নান মোল্লা, রহমত মিয়া, জাকির শিকদার, ইউপি সদস্য খায়ের মোল্লা, আব্দুল আলী হাজী, আ’লীগ নেতা মুরাদ শিকদার, সাবেক ইউপি সদস্য ফকরুল ইসলামসহ আরো অনেকে।
গত দুই মাস পূর্বে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শতরূপা তালুকদার স্থানীয় আ’লীগ নেতা মুরাদ শিকদারের বেরীবাধ সংলগ্ন সরকারী খাল দখল করে পাকা নির্মানাধীন ভবনের কাজ বন্ধ করে দেয়। এই সব পাকা নির্মানাধীন ভবনের জন্য খালে পানির প্রবাহ কমে গেছে এবং আগামী মওসুমে ইরি-বোরো চাষে সেচ সংকট দেখা দেয়ার আশঙ্কা রয়েছে।
অবৈধ দখলদারদের উচ্ছেদ করা না হলে চাষীদের ফসল ও ব্যবসায়ীদের পন্য পরিবহন ব্যাহত হবে। অবৈধভাবে সরকারী খাল দখলকৃত ও পাকা নির্মানাধীন ভবনের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমন ও সহকারী কমিশনার (ভূমি) শতরূপা তালুকদার সাংবাদিকদের জানান, এব্যপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।