একাত্তরলাইভডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘মেজর জেনারেল খালেদ মোশাররফ জীবন দিয়ে প্রমাণ করেছেন তিনি ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক।’ তিনি আরো বলেন, ‘কিছু বিপৎগামী সেনাসদস্য যে বঙ্গবন্ধু হত্যাসহ দেশদ্রোহী নানা ষড়যন্ত্রের লিপ্ত ছিল, খালেদ মোশাররফ জীবন দিয়ে প্রমাণ করেছেন তিনি সেসবের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।’সোমবার পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ‘নভেম্বর মুক্তিযোদ্ধা ও সৈনিক হত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।মোজাম্মেল হক বলেন, ‘১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও ৭ নভেম্বর খালেদ মোশাররফ হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। জিয়াউর রহমান এ দুই হত্যাকাণ্ডের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।’তিনি বলেন, ‘জিয়াউর রহমান কখনো এ দেশের স্বাধীনতার পক্ষে ছিল না। তিনি কখনো চাননি এ দেশ স্বাধীন হোক। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন এ দেশে স্বাধীনতা লাভ করে তখনই জিয়াউর রহমানসহ কিছু বিপৎগামী সেনাবাহিনী তাকে (বঙ্গবন্ধুকে) হত্যার নীলনকশা তৈরি করে। একই ষড়যন্ত্রের অংশ হিসেবে হত্যা করা হয় মেজর জেনারেল খালেদ মোশাররফকেও।’একদিন এসব হত্যাকাণ্ডের সকল ষড়যন্ত্র প্রমাণিত হবে এবং জিয়াউর রহমানের মরণোত্তর বিচার হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।সভায় মেজর জেনারেল খালেদ মোশাররফের স্ত্রী সালমা খালেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন খন্দকার, খালেদ মোশাররফের জ্যেষ্ঠ কন্যা মাহজাবিন খালেদ প্রমুখ।
‘খালেদ মোশাররফ সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন’
November 7, 2016