একাত্তলাইভ ডেস্ক: ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের মামলাটি দায়ের করেন।
মামলার অপর আসামি হলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইরাদ আহমেদ সিদ্দিকী। আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন।
বাদীর আইনজীবী আবুল হাসেম বলেন, ‘গাজীপুর এলাকার চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী (৪৫) তার ফেসবুকে লেখেন- শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়।’
তিনি আরো বলেন, ‘ইরাদ আহমেদ সিদ্দিকী বিএনপির নির্বাহী কমিটির সদস্য। সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে তিনি এই পোস্ট দিয়েছেন। তাই এ ঘটনায় খালেদা জিয়া ও তারেক রহমানকে আসামি করা হয়েছে।’
খালেদা ও তারেকসহ তিনজনের বিরুদ্ধে মামলা
