কে. এম. রুবেল, ফরিদপুর
ফরিদপুরে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান এমপি বলেছেন, খালেদা জিয়ার রুপকল্প ২০৩০ দেশবাসীর সাথে তামাশার সামিল। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে মধ্যম আয়ের দেশে রুপান্তরে জন্য তিনি ২০২১ ঘোষনা করেছেন, আর বিএনপি নেত্রী ২০৩০ সালে রুপকল্প ঘোষনা করে আমাদের এই দেশকে দশটি বছর পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই দেশকে পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র কিছুতেই মেনে নিবে না।
বুধবার বিকালে ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি মোড়ে আঞ্চলিক মহাসড়ক এর ভিত্তিপ্রস্ত স্থাপনের সমায় এ কথা বলেন।
মধুখালী আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, দেশের মানুষ আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যহত রাখবে এবং শেখ হাসিনা নেতৃত্বেই ২০২১ সালেই দেশ মধ্যম আয়ের রাষ্ট্রে পরিনত হবে।
আওয়ামী লীগ জাতীয় নির্বাচনের জন্য সম্পূর্ন ভাবে প্রস্তুত রয়েছে উল্লেখ করে আব্দুর রহমান আরো বলেন, আমরা এখন থেকেই তৃণমূলকে শাক্তিশালী করার লক্ষে কাজ করে চলছি।
তিনি বলেন, আগামী নির্বাচনে বেগম জিয়া তথা তার দল জাতীয় নির্বাচনে অংশ না নিলে তিনি (খালেদা জিয়া) ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন ।
সভায় আরো বক্তব্য রাখেন, স্থানীয় আ‘লীগ নেতা রেজাউল হক বকু, শাহজাহান মৃধা পিকুল, শরীফ সেলিমুজ্জামান লিটু, সাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ ।
উল্লেখ্য, ২৬০ কোটি টাকা ব্যায়ে সাতটি গ্রুপে ৪৩.৭১ কিলো মিটার রাস্তা ও একটি ফ্লাইওভার নির্মান করা হবে।
খালেদার রুপকল্প দেশকে ৯ বছর পিছিয়ে দেবে :আব্দুর রহমান এমপি
