নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার ৪ মামলা স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি করেছেন চেম্বার বিচারপতি।বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মঙ্গলবার এ আদেশ দেন। ফলে এসব মামলার কার্যক্রমের ওপর স্থাগিতাদেশ আপাতত বহাল থাকছে বলে জানিয়েছেন মামলার আইনজীবীরা।
আদালতে খালেদার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার সাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।
রাজধানীর যাত্রাবাড়ী ও দারুস সালাম থানায় দায়ের করা এসব মামলা গত ১৩ এপ্রিল বিচারপতি মো. মিফতাহ উদ্দীন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসিরউল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই ৪ মামলার কার্যক্রম স্থগিত করেন।
হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদরেন শুনানিই আদালত দুই সপ্তাহের জন্য মুলতবি করেছেন।