খালেদার আত্মপক্ষ সমর্থনের পরবর্তী দিন ৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনে সময়ের আবেদন মঞ্জুর করেছেন আদালত। আগামী ৫ জানুয়ারি আদালতে হাজির হয়ে খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনের আবেদনের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে সময়ের আবেদন করেন খালেদা জিয়া।
ঢাকার বকশীবাজার এলাকার উমেষ দত্ত রোডে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে মামলাটির বিচার কার্যক্রম চলছে। খালেদা জিয়া আদালতে হাজির হয়ে গত ১ ডিসেম্বর আত্মপক্ষ সমর্থনে বক্তব্য পেশ শুরু করেন। এরপর দু’টি ধার্য তারিখে তার পক্ষে সময় নেয়া হয়। আজ বৃহস্পতিবার ছিলো মামলাটির ধার্য তারিখ।
জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলায় তদন্তকারী কর্মকর্তা ও বাদী দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদসহ ৩২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতবছর ১৯ মার্চ এ মামলায় খালেদা জিয়া ও তার বড় ছেলে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়।
এই মামলার অন্য আসামিরা হলেন- খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।