খানপুরে মাস্টার দেলু বাহিনীর সাথে ডিবির গোলাগুলি, আটক ২

একাত্তরলাইভ.কম: সিদ্ধিরগঞ্জ গোদনাইল এলাকার দুধর্ষ সন্ত্রাসী আন্ত:জেলা ডাকাত সর্দার মাস্টার দেলু বাহিনীর সাথে ডিবি পুলিশের গোলাগুলিতে একজন এসআই আহত হয়েছেন। শনিবার (১ অক্টোবর) ভোর ৫ টায় শহরের খানপুর জোড়া ট্যাংকি এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। এসময় চিহিৃত মাদক ব্যবসায়ী মাস্টার দেলু সিসি ক্যামেরায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও ২৬০ বোতল ফেন্সিডিলসহ দেলুর স্ত্রী লাকী (৪০)সহ তার সেকেন্ড ইন কমান্ড সুজন (৩৫) কে গ্রেফতার করে ডিবি। স্থানীয়রা অভিযোগ করেন, মাস্টার দেলুর আরেক সহযোগী হীরা, মামুন, আমজাদ বিভিন্ন ডিভাইস ব্যবহার করে চুক্তির মাধ্যমে নানা নাশকতা, মাদক, ব্যবসা, ডাকাতি, অস্ত্র ব্যবসা চালিয়ে আসছিলো। চক্রের হোতাদের কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করলেই বেড়িয়ে আসবে চাঞ্চল্যকর নানা অপরাধের তথ্য। তারা আরো অভিযোগ করেন, মাস্টার দেলুর অপর সহযোগী মেকার বিল্লাল নিজেকে সোর্স হিসেবে দাবী করলেও মূলত দেলুর সকল সা¤্রাজ্য নিয়ন্ত্রণ করে সে। এছাড়াও অনেকের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার লোক ও পুলিশের একটি প্রভাবশালী সিভিল টিম, রাজনীতিবিদ সব সময় মাস্টার দেলুর সাথে সখ্যতা রেখে নিয়মিত ফায়দা হাসিল করে আসছিলো। গোলাগুলির বিষয়টির সত্যতা স্বীকার করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম টাইমস নারায়ণগঞ্জকে জানান, শনিবার ভোর ৫ টায় শহরের খানপুর জোড়া ট্যাংকি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাস্টার দেলুর ভাড়া বাসায় অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দেলু বাহিনী গুলি ছুড়ে। পরবর্তীতে ডিবিও পাল্টা প্রায় ৬ রাউন্ড গুলি ছুঁড়ে। ওসি আরো জানান, গোলাগুলির ঘটনায় ডিবির এসআই মনির আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ২৬০ বোতল ফেন্সিডিলসহ দেলুর স্ত্রী লাকী ও সেকেন্ড ইন কমান্ড সুজনকে গ্রেফতার করা হলেও দেলু পালিয়ে যায়। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।