খাদ্যে বিষক্রিয়ায় মা-ছেলের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় খাদ্যে বিষক্রিয়ায় মা ও শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন—তাড়াশ উপজেলার মাধাই নগর ইউনিয়নের মাধাই নগর গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী সোনাভান (৩৫) ও তার শিশুপুত্র সোহাগ (৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সোনাভান তার শিশুপুত্রকে নিয়ে শুটকি মাছ দিয়ে ভাত খায়। এরপর থেকে তারা দুজনে অসুস্থ হয়ে পড়ে। রাত সাড়ে ৯টায় তাদের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সজিব রায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর রহমান জানান, খাদ্যে বিষক্রিয়ায় মা ও ছেলের মৃত্যুর খবরটি শুনেছি।