একাত্তরলাইভডেস্ক: ছাত্রলীগ নেতার হামলায় গুরুতর আহত খাদিজা বেগম নার্গিস কথা বলতে চাইলেও বলতে পারেন না।খাদিজার বাবা মাসুক মিয়া এমনটিই মনে করেন।বোরবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজাকে দেখে বের হয়ে মাসুক মিয়া এ তথ্য জানান।মাসুক মিয়া বলেন, ‘অন্যদিন দুই/একটা অসংলগ্ন কথা বলতে শুনলেও আজ খাদিজার মুখ থেকে কোনো কথা শুনিনি। তবে খাদিজা কথা বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না।’তিনি আরো বলেন, ‘সকালে খাদিজাকে সুজি ও দুধসহ পাঁচ প্রকার খাবার খাওয়ানো হয়েছে। ব্যথা পেলে সে বাম পা নাড়া দেয়। এ ছাড়া হঠাৎ করেও মাঝে মাঝে বাম পা নাড়া দেয়।’স্কয়ার হাসপাতালে ১১২৬ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন খাদিজা। গত ৩ অক্টোবর ছাত্রলীগ নেতা বদরুল আলম খাদিজার ওপর হামলা চালায়। ৪ অক্টোবর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়। এখানে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়।স্কয়ার হাসপাতালে প্রথম দফায় খাদিজার মাথায় ও পরে হাতে অস্ত্রোপচার করা হয়। তার অবস্থার একটু উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। এরপর আইসিইউ থেকে এইসডিইউতে স্থানান্তর করা হয়। সেখান থেকে ২৬ অক্টোবর তাকে কেবিনে নেওয়া হয়।
খাদিজা কথা বলার চেষ্টা করলেও পারেন না
October 30, 2016