‘খাদিজাকে কোপানোর বিচার দ্রুততম সময়ে হবে’

একাত্তরলাইভডেস্ক: খাদিজা বেগম নার্গিসকে কোপানোর ঘটনায় বদরুল আলমের বিচার দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ।শনিবার বিকেলে খাদিজার গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের হাউশা গ্রামে গিয়ে তার বাবা মাসুক মিয়া ও মা মনোয়ারা বেগমের সঙ্গে দেখা করেন মিসবাহ উদ্দিন সিরাজ।এ সময় খাদিজার বাবা-মা বদরুলের বিচার দ্রুত করার দাবি জানান। জবাবে মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, ঘটনায় জড়িত বদরুল আলমের বিচার দ্রুততম সময়ে শেষ হবে। এমনকি রাজন হত্যা মামলার বিচার কার্যক্রমের চেয়ে কম সময়ে খাদিজাকে কোপানোর বিচার শেষ করা হবে।এ সময় সিলেটের অতিরিক্ত পাবলকি প্রসিকিউটর শামসুল ইসলাম, মোগলগাঁও ইউনিয়ন চেয়ারম্যান হিরণ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।