খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

প্রতিনিধি খাগড়াছড়ি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছাদিকুল ইসলাম(২২)নামে এক যুববকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ এই হরতালের ডাক দেয়।

হরতালের কারণে খাগড়াছড়ির সঙ্গে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। চলছে না অভ্যন্তরীণ সড়কে যান চলাচল। বন্ধ রয়েছে দোকানপাট। হরতালের সমর্থনে সকালে বিক্ষোভ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীরা। চেঙ্গী স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিলটি শহর প্রদক্ষিণ করে।

অন্যদিকে রাঙ্গামাটির বনরূপা বাজারের হাটের দিন থাকলেও হরতালের কারণে বাজার মিলেনি। আর কোনো দোকানপাট খুলেনি। হরতালের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গির আলম জানান, বাঙালি মোটরসাইকেল চালক সাদিকুলের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ হরতাল পালন করছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণ হরতাল চলছে।

গত ১০ এপ্রিল ছাদিকুল খাগড়াছড়ির মহালছড়ি থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে যাত্রী নিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ হন। তিনদিন পর গত ১৩ এপ্রিল রাতে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার দূর্গম ঘিলাছড়ি এলাকায় মাটিচাপা দেয়া অবস্থায় ছাদিকুলের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও মহালছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ছাদিকুলের হত্যার ঘটনায় তার বড় ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে নানিয়ারচর থানায় অজ্ঞাত আসামিদের নামে একটি হত্যা মামলা করেন। ইতোমধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে পল্টু চাকমা নামে এক যুবককে আটক করেছে পুলিশ।