খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ি কেআই স্কুলের শিক্ষা কার্যক্রম চালু করার দাবীতে এলাকাবসী মানববন্ধন করেছে। আজ রবিবার সকালে খাগড়াছড়ি পৌর শাপলা চত্বরে “স্কুল রক্ষা কমিটি” ব্যানারে আয়োজিত মানববন্ধনে এলাকাবাসী,অভিভাবক ও স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। তারা স্কুলটি চালু করে জেএসসি ও এসএসসি পরীক্ষার্থী দুই শতাধিক শিক্ষার্থী শিক্ষা জীবন রক্ষার আকুতি জানান।
মানববন্ধনের বক্তব্য রাখেন, স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুল মজিদ,অভিভাবক মানিক পাটোয়ারী,আবু সাঈদ, আসাদ উল্লাহ, আব্দুল লতিফ,শিক্ষক আবু তাহের.শিক্ষার্থী নাছিম আক্তার ও সুইচিং মারমা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে সাত দফা দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্বারকলিপি দেওয়া হয়।দওয়া,বিদ্যালয়ের নামে ভূমি জটিলতা নিরসন,সরকারীকরণ না হওয়া পর্যন্ত প্রাথমিক একাডেমিক স্বীকৃতি প্রদান ও এমপিও ভুক্তকরণ,অবকাঠামোগত উন্নয়নসহ প্রয়োজনীয় উন্নয়ন ও বিদ্যালয়নের অদি দরিদ্র ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষায় অনুপ্রাণিত করার লক্ষে উপবৃত্তি প্রদানের ব্যবস্থা করা।
দাবীগুলো হচ্ছে,বিদ্যালয়টি অগ্রাধিকার দিয়ে মানবিক দিক বিবেচনা করে উদ্ভূত পরিস্থিতি সমাধান,শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা গ্রহণ পূর্বক বিদ্যালয়ের জন্য স্থায়ী তহবিল গঠন,বিদ্যালয়টি সরকারীকরণে অগ্রাধিকার ে
দীর্ঘ নয়মাস ধরে বেতন ভাতা না পাওয়ায় গত ২৮ আগষ্ট কে.আই. হাই স্কুলের সকল শিক্ষক স্বেচ্ছায় অবহতি নেন। ফলে স্কুলের ৫৩ জেএসসি ও ১৮ এসএসসি পরীক্ষার্থীসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিতের মুখে পড়ে।
অভিযোগ রয়েছে, স্কুলের অচলাবস্থা নিরাসনে শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির লোকজন পরিচলনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসকসহ বিভিন্ন মহলে ধর্ণা দিলেও কেউ সাহায্যের হাত বাড়ায়নি। এতে করে চরম অভাব অনটনে পড়েছে শিক্ষক ও তাদের পরিবার। আর ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।