খাগড়াছড়ির রামগড়ে পানিতে দুই শিশুর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে রামগড় উপজেলা নাকাপার ঢাকাইয়া কলোনী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এরা হচ্ছে,ঢাকাইয়া কলোনীর বাসিন্দা আবুল হোসেনের মেয়ে আকলিমা আক্তার(৮) ও ভুজপুরের বাগান বাজারের বাসিন্দা মো:সুমনের মেয়ে নাদিয়া ফেরদৌস রাত্রী।
রামগড় সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: কাজী হুমায়ুন রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকাল ৩টার দিকে দুই শিশু বাড়ীর পাশের পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। পরে তাদের উদ্বার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষনা করে। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।