খাগড়াছড়ির পানছড়িতে পিসিপি সভাপতি সহ ৮সহযোগীআটক

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে যৌথ বাহিনীর অভিযানে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের(পিসিপি) উপজেলা সভাপতি হিমেল চাকমা(১৯) ও পানছড়ি সরকারী কলেজ শাখার সভাপতি এডিশন চাকমাসহ(১৮) নয় নেতাকর্মীকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পানছড়ি কলেজ গেইট এলাকায় পিসিপি’র অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি এলজি ও তির রাউন্ড উদ্বার হয়েছে পুলিশ দাবী করেছে।আটঅপরপিসিপিরনেতাকর্মীরাহচ্ছে,সোহেলচাকমা(১৯),সাধনচাকমা(১৮)কল্যান জ্যোতি চাকমা(১৭),বিথন চাকমা(১৭),সখিরণ চাকমা(১৭),সুপ্রিয় চাকমা(১৮) ও রমেশ চাকমা(১৭)।পানছড়ি থানার এসআই মো: ইয়াছিন জানান, অফিসে অস্ত্র রেখে বৈঠক করছেএমনখবরের ভিত্তিতে পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে পাহাড়ি ছাত্র পরিষদের নয় নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ সময় একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্বার হয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।অপর দিকে পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তপন চাকমা আটক নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি দাবী করে বলেন, পরিকল্পিতভাবে পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মীদের আটক করা হয়েছে। অস্ত্র ও গুলি উদ্বারের ঘটনাও সাজানো বলে তিনি দাবী করেন।