খাগড়াছড়ি প্রতিনিধি:জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন (সংশোধন) বিল-২০১৬ পাশ ও খাগড়াছড়ি আলুটিলা বিশেষ পর্যটন জোন প্রকল্প বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে খাগড়াছড়িতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের দুই গ্রুপ পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ শনিবার সকাল ১০টায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি পৌর কাউন্সিল আব্দুল মজিদের নেতৃত্বে টাউর হল প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে পৌর শাপলা চত্বরে সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আসাদ উল্লাহ,খাগড়াছড়ি সরকারী কলেজ শাখার সভাপতি সাহাদত হোসেন,সম্পাদক সোহেলা রানা ও সাংগঠনিক সম্পাদক ইরফানুল হক।
অপর দিকে বেলা ১১টার দিকে পার্বত্য বাঙালি খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিল এস এম মাসুম রানার নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে শাপলা চত্বর হয়ে আদালত সড়কের দিকে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে এবং সেখানেই সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল।
সমাবেশ থেকে অবিলম্ভে পার্বত্য ভুমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন বাতিল ও খাগড়াছড়ি আলুটিলা বিশেষ পর্যটন জোন প্রকল্প বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়। দাবী জানানো হয়।
গত বৃহস্প্রতবার জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন(সংশোধিত) বিলটি ২০১৬ পাশ হয়। অপর দিকে একই দিন খাগড়াছড়ি আলুটিলা বিশেষ পর্যটন জোন প্রকল্প বাতিলের সিদ্ধান্তের কথা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা। ফলে দুই ইস্যুতে উত্তপ্ত পাহাড়ে নতুন মাত্রা যোগ হয়।
উল্লেখ,খাগড়াছড়ি জেলা প্রশাসন জেলার পর্যটন খাতের উন্নয়নে সম্প্রতি সদর ও মাটিরাঙ্গা উপজেলার তিন মৌজার প্রায় ৭শত একর জমি অধিগ্রহন করে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির মাধ্যমে বিশেষ প্রকল্প গ্রহণ করেন। এর পর থেকে জেএসএস ও ইউপিডিএফসহ আ লিক সংগঠনগুলো এ নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছিলেন।
গত বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালযের সচিব নববিক্রম বিক্রম কিশোর ত্রিপুরা বান্দরবানে এক অনুষ্ঠানে জানান, স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী তাদের জুম চাষের জমি থেকে উচ্ছেদ আতঙ্কের কারণে প্রতিবাদ করায় আমরা সম্ভবত আলুটিলার স্পেশাল পর্যটন জোন বাস্তবায়ন করছি না।
বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরি এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, বিভিন্ন উপজাতীয় জনগোষ্ঠী এই প্রকল্পের বিরোধীতা করায় আমরা ইতোমধ্যেই প্রকল্প বাতিল করা সিদ্ধান্ত নিয়েছি।
খাগড়াছড়িতে বাঙালি ছাত্র পরিষদের দুই গ্রুপের বিক্ষোভ-সমাবেশ
