খাগড়াছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট শুরু।
আজ বুধবার সকালে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও পুলিশ সুপার মো: মজিদ আলী,খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: আব্দুর রহমান তরফদার, সদর উপজেলা উপচেয়ারম্যান চ ুমনি চাকমা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জেলা পর্যায়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে ১৮টি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী দিনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ট্রর্নামেন্টে খাগড়াছড়ি সদর ও দীঘিনালা উপজেলার চারটি দল অংশ নেয়।