খাগড়াছড়ি প্রতিনিধি: চেঙ্গী,ফেনী,মাইনী ,মানিকছড়ি,ধলিয়া ও ধুরুং খালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় দুর্গোৎসব।
আজ মঙ্গলবার বিকালে খাগড়াছড়ি জেলা সদরের সবগুলো মন্ডপের প্রতিমা মুক্তমে র সামনে একত্রিত করে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক ঘুরে বিকাল ৫টায় গঞ্জপাড়া এলাকায় চেঙ্গী নদীতে বিসর্জন দেয়া। একইভাবে জেলার রামগড়ে ফেনী নদীতে,দীঘিনালায় মাইনী,পানছড়িতে চেঙ্গী,মাটিরাঙায় ধলিয়া খাল,মানিকছড়িতে মানিকছড়ি খাল,মহালছড়িতে চেঙ্গী নদী ও লক্ষ্মীছড়িতে ধুরুং খালে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ সময় সেখানে হাজারো পাহাড়ি-বাঙ্গালী ভক্তদের মিলন মেলায় পরিণত হয়।
উল্লেখ, এবার খাগড়াছড়িতে ৪৯টি মন্ডবে দূগাপূজা হয়েছে।
খাগড়াছড়িতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
