খাগড়াছড়িতে পাহাড় ধসে দুই ভাইয়ের মৃত্যু

খাগড়াছড়ি সংবাদদাতা :
খাগড়াছড়ির রামগড় উপজেলায় পাহাড় ধসে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার ভোরে রামগড় উপজেলার গুদ্দংছড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তারা হলো- ওই এলাকার মো. মোস্তফার ছেলে মো. নূর নবী (১৪) ও মো. হোসেন (১০)।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গুদ্দংছড়া এলাকার মো. মোস্তফা শনিবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। রোববার ভোরে পাহাড় ধসে মোস্তফার দুই ছেলে মাটি চাপা পড়ে। পরে স্থানীয়রা মাটির নিচ থেকে মৃত অবস্থায় তাদের উদ্ধার করেন।