খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে ডিবি পুলিশের অভিযানে মাদক স¤্রাট অশোক মিত্র চাকমা ওরফে ইয়াবা রাঙাকে আটক করেছে। বুধবার রাত সোয়া ৯টার দিকে খাগড়াছড়ি জেলা পার্ক এলাকায় একটি পরিত্যক্ত বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম এবং বিপুল পরিমাণ নেশা জাতীয় দ্র্ব্য উদ্বার হয়েছে। ইয়াবা রাঙা খাগড়াছড়ি শহরের পশ্চিম নারায়ন খাইয়ার বাসিন্দা নগেন্দ্র লাল চাকমা ছেলে। খাগড়াছড়ি ডিবি পুলিশের ইন্সপেক্টর মো: সামসুউদ্দিন ভূইয়া জানান, বুধবার রাত সোয়া ৯টার দিকে তিনি ও সাব ইন্সপেক্টর তীথংকর দাশের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিকে মাদক স¤্রাট রাঙাকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, অশোক মিত্র চাকমা ওরফে রাঙা খাগড়াছড়িতে ইয়াবাসহ মাদক সরবরাহকারীদের মধ্যে অন্যতম।