খাগড়াছড়িতে চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের যৌথ সভা আগামী নির্বাচনে প্রতারক আওয়ামীলীগকে বর্জনের ঘোষনা

খাগড়াছড়ি প্রতিনিধি:পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া বলেন, পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তন করেছিলেন। আর শেখ মুজিবুর রহমান পাহাড়িদের বাঙালী হওয়ার উপদেশ দিয়ে পাহাড়ে আগুন জে¦লেছিলেন।
তিনি আজ শুক্রবার দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের একটি কনভেনশন সেন্টারে চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অপর দিকে সভায় অনিমেষ দেওয়ান নন্দিত আওয়ামীলেিগর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে আগামী জাতীয়সহ সকল নির্বাচনে আওয়ামীলীগকে বর্জনের ঘোষানা দিয়েছে বলেন, বঙ্গবন্ধু পাহাড়িদের বাঙালী হওয়ার উপদেশ দিয়ে পাহাড়ে অশান্তির আগুন জে¦লেছিলেন। পক্ষান্তরে তার কন্যা শেখ হাসিনার সকরার পাহাড়িদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বানিয়ে আমাদের অস্থিত্ব বিলীন করার ষড়যন্ত্র করছেন।
Khagrachari Picture(03) 30-09-2016বিশিষ্ট উপজাতীয় নেতা প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মারমা নেতা মংসাথোয়াই মারমা, হেডম্যান ললিত ত্রিপুরা ।
এ সময় উপস্থিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু প্রমুখ।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট উপজাতীয় নেতা অনিমেষ চাকমা রিংকু, কিশোর কুমার ত্রিপুরা, কশাক কুমার ত্রিপুরা, উরাসেং মারমা, নিংকন মারমা, চেংহুলা মারমা, সুইপ্রু মারমা প্রমুখ।